,

নবীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুনাইদ চৌধুরী ॥ সবার জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এবং জধরংব ধ যধহফ ভড়ৎ যুমরবহব” এই দুইটি প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসুচি এর সহযোগিতায় নবীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রাঙ্গন থেকে সহকারী কমিশনার ভুমি জনাব মোঃ আনোয়ার হোসেন এবং পৌরসভার মেয়র জনাব মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তিতে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আমজাদ হোসেন মিলন এর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার ভুমি জনাব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নবীগঞ্জ উপজেলার ব্র্যাক ওয়াশ কর্মসুচির সিনিয়র উপজেলা ম্যানেজার মোঃ মেজবাহুল হক। তিনি তার বক্তেব্যে ব্র্যাক ওয়াশ কর্মসুচির নবীগঞ্জ উপজেলায় জুলাই ২০১২ইং থেকে সেপ্টেম্বর-২০১৫ইং পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন কাজের সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন। তিনি সকলকে অবহিত করেন যে, ওয়াশ কর্মসুচি থেকে নবীগঞ্জ উপজেলায় ইতিমধ্যে ৬৮০৮টি পরিবারে বিনামুল্যে স্যানিটারী ল্যাট্রিন প্রদান করা হয়েছে, ১২৫০০টি অস্বাস্থ্যকর ল্যাট্রিনে সাইফুন সংযোজনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত করা হয়েছে, নবগিঞ্জ পৌরসভা সহ বিভিন্ন এলাকায় ৫০টি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। এবং নারী শিক্ষার অগ্রগতির জন্য এবং মাসিক কালনি সময়ে স্কুলে উপস্থিতি নিশ্চিত করার জন্য মাধ্যমিক স্কুলে কমনরুমের সঙ্গে মেয়েদের জন্য ১৩টি স্কুলে ল্যাট্রিন নির্মান নিশ্চিত করা হয়েছে। প্রধান অতিথি জনাব মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী তার বক্তেব্যে হাত ধোয়ার উপর সকল ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে বলেন এবং সকলকে তিনি নিজের হাত ধৌত করার মাধ্যমে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন। একই সাথে তিনি নবীগঞ্জ পৌরসভাকে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে বলে সকলকে অবহিত করেন। সভাপতি মহোদয় তার বক্তেব্য স্যানিটেশনের গুরুত্ব সর্ম্পকে সকলকে অবহিত করেন এবং সকলকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের জন্য বলেন। বিশেষ করে তিনি বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে সকল ছাত্র ছাত্রীদের নিকট থেকে কোন কিছু খাওয়ার আগে এবং ল্যাট্রিন ব্যবহারের পরে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার জন্য প্রতিশ্র“তি গ্রহন করেন। উক্ত অলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ফজলুল হক সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নবীগঞ্জ, অনুকুল চন্দ্র কর জেলা ব্যবস্থাপক ব্র্যাক ওয়াশ কর্মসুচি হবিগঞ্জ, মোঃ সাদেক হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ নজরুল ইসলাম সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, পল্লী উন্নয়ন অফিসার, সমাজসেবা অফিসার, উপজেলা পরিষদ শিশু শিক্ষা সাংস্কৃতিক একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অনেকে।


     এই বিভাগের আরো খবর