,

হবিগঞ্জে আই জি পি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতা শুরু কাবাডি খেলা বাঙ্গালী জাতির ঐতিহ্যের অংশ-এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে। এই খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবিগঞ্জে শুরু হয়েছে আই জি পি আন্তঃউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সি.পি বাংলাদেশ কোং লিমিটেড এর পৃষ্টপোষকতায় ৪টি ভেন্যতে প্রতিযোগিতায় ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করছে। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসাবে শান্তির প্রতীক পায়ড়া উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সি.পি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মি. জেরাস, ডিপার্টম্যান্ট ম্যানেজার আনিছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, শহিদুর রহমান লাল ও ফেরদৌস আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, কাবাডি খেলা বাঙ্গালী জাতির ঐতিহের অংশ। তাই এই খেলাকে জাতীয় খেলা করা হয়। কিন্তু বর্তমানে খেলাটি হারিয়ে যেতে বসেছে। তাই আইজিপি পুলিশের মাধ্যমে এই খেলা গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছেন। খেলাটি খুবই উত্তেজনা পূর্ণ। খারাপ কাজ থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তিনি ১৬টি জেলা দলকে নিয়ে নভেম্বরে এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের ঘোষনা দেন। উদ্বোধনী খেলায় হবিগঞ্জ সদর উপজেলা ৯৩-২৫ পয়েন্টে লাখাই উপজেলা দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় বানিয়াচং উপজেলা ৬০-৩৪ পয়েন্টে আজমিরীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে। আজ চুনারুঘাট ডিসি স্কুল মাঠে অংশ গ্রহণ করবে মাধবপুর বনাম চুনারুঘাট এবং নবীগঞ্জ বনাম বাহুবল। গতকালের খেলা পরিচালনা করেন শহিদুর রহমান লাল, আব্দুল মোতালিব মমরাজ, নুরুল ইসলাম ও লিটন।


     এই বিভাগের আরো খবর