,

বানিয়াচংয়ের বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক খেলু গুরুতর অসুস্থ ॥ সাহায্যের আবেদন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি ও বিশিষ্ট কলামিষ্ট চারণ সাংবাদিক আখলাখ হুসেইন খান খেলু গুরুতর অসুস্থাবস্তায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শরীরে বিভিন্ন জটিলতা নিয়ে গত ৯ অক্টোবর শুক্রবার থেকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ২২৩ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্রের জটিলতা, প্রস্রাবে ইনফেকশন ও কিডনিতে মারাত্বক সমস্যা দেখা দিয়েছে। হাওরাঞ্চলের সুখ-দুঃখ ও জীবন সংগ্রাম কলমের ভাষায় ফুটিয়ে তোলা এ সাংবাদিক সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। হাওর গবেষক এ সাংবাদিকের লেখা প্রতিবেদন ও কলাম বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়েছে। অসহায় মানুষের হাসি-কান্নার গল্প তুলে আনতে গিয়ে নিজের জীবনের দিকেও ফিরে তাকানোর সময় পাননি তিনি। অযতেœ-অবহেলায় তার শরীরে বাসা বাঁধে নানা রোগ-ব্যাধি। কলমযুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে অনেকটাই অসফল সাংবাদিক খেলু অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। কয়েকমাস পূর্বে চিকিৎসকরা তার হৃদযন্ত্রের ব্লক সারাতে রিং প্রতিস্থাপনের পরামর্শ দিলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি তা করাতে পারেননি। আপাদমস্তক সৎ সাংবাদিক আখলাখ হুসেইন খান খেলুর পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা ও দোয়া প্রার্থনা করা হয়েছে। ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং ও বিকাশের মাধ্যমে তার ০১৭২১-৪৮২৬৬৭ ওই নাম্বারে সাহায্য পাঠানো যাবে।


     এই বিভাগের আরো খবর