,

শেভরনের উদ্যোগে সিলেট ও নবীগঞ্জে ২টি স্কুলে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট মহানগরীর এয়ারপোর্ট উচ্ছ বিদ্যালয়ে ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসায় ২০ অক্টোবর মঙ্গলবার সকালে শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মাওলানা জহুরুল হক। সিনিয়র শিক্ষক সালেহ ইবনে শিহাব রুমেল-এর সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক হাসমত আলী, সহকারী শিক্ষক শাহ আলম, ফজলুল করিম। আরো উপস্থিত ছিলেন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার অলিয়ার রহমান। সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসায় আয়োজিত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আইয়ুব আলী। বিচারকের দায়িত্ব পালন করেন বিডিএসসি’র এসএমএ হাসনাত, প্রভাষক ইউনুস আলী ও প্রভাষক আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার আব্দুল্লা আল মামুন।


     এই বিভাগের আরো খবর