,

আজ পবিত্র আশুরা

স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার মহররমের মাসের ১০ তারিখ পবিত্র আশুরা। হিজরি ৬১ সনের এই দিনে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। এ ঘটনা ছাড়াও আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তাঁর অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। তাঁদের পিছু নেয়া ফেরাউন সদলবলে নীল নদে ডুবে যায়। বিশ্বের মুসলমানদের কাছে এ দিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার চেতনায় উজ্জ্বল। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে কারবালা প্রান্তরে। আজ ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ ধ্বনিতে প্রকম্পিত হবে আকাশ-বাতাস। ইসলামের চতুর্থ খলিফা এবং নবী হযরত মুহাম্মদ (সা.) এর জামাতা হযরত আলীর (রা.) ভক্ত ও অনুসারীদের বিলাপে ভারি হবে আকাশ-বাতাস।


     এই বিভাগের আরো খবর