,

অতিদরিদ্রদের আর্থিক সহায়তা দেবে সরকার হবিগঞ্জে মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, ‘ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছি। মানুষ কেন অন্যের কাছে হাত পাতবে? এ জন্য সরকার ভিজিডি-ভিজিএফ সহায়তা দিচ্ছে। তিনি বলেন, সরকার অতিদরিদ্র মানুষের তালিকা তৈরি করছে। তাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলায় সরকারি শিশু পরিবার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এ সময় তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদের প্যারেড পুলিশি কায়দায় হয়েছে। এটি আর্মি কায়দায় হতে হবে। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যকে দিয়ে প্যারেড করাতে হবে। নট ঢিলেঢালা প্যারেড। মন্ত্রী হবিগঞ্জ শিশু পরিবারের সার্বিক উন্নয়নের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শোয়েব হোসেন চৌধুরী। পরে সমাজকল্যাণমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর হবিগঞ্জ আগমন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।


     এই বিভাগের আরো খবর