,

শায়েস্থাগঞ্জে বাস-টমটমের সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৪

আব্দুল হামিদ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্থাগঞ্জ থানার ৫০ গজ দূরে ঢাকাগামী ১টি বাসের চাপায় টমটমের ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। গত শনিবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের সবাই টমটমের যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী রুপসী বাংলা নামের একটি বাস উল্লেখিত স্থানে টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন টমটম চালক। আহত হন আরো ৭ জন। তাৎক্ষনিক পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ২জন মারা যান। এদের মধ্যে গুরুতর অবস্থায় জিলারা খাতুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তিনি মারা যান। অন্যান্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। নিহতরা হলেন, শায়েস্থাগঞ্জের নিশাপট গ্রামের মৃত সমুজ আলীর পুত্র টমটম চালক বুলবুল মিয়া (৪৫), মাধবপুর উপজেলার হরিপুর গ্রামের জয়দেব আলীর পুত্র জিয়াউর রহমান (৩২), বাহুবল উপজেলার তগলী গ্রামের কাজল করের পুত্র বিনোদ কর (৪০) এবং শায়েস্থাগঞ্জ থানাধীন কাজিরগাও গ্রামের শামসু মিয়ার স্ত্রী জিলারা খাতুন (২৭) সিলেটে যাওয়ার সময় মারা যান। আহতরা হল, বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার চাপরতলা গ্র্রামের জানু মেম্বার (৫০) ছালেকা বেগম (৩৫), সাজিব খন্দকার (৫), রাকিব খন্দকার (৩)। এ ব্যাপারে শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ এজাজুল হকের সাথে যোগাযোগ করলে, তিনি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে।


     এই বিভাগের আরো খবর