,

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লাখাইয়ের ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লাখাইয়ের ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৭ আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস কামাল। বিচারক মোঃ কাউসার আলম মামলাটি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখার প্রধান সমন্বয়ক বরাবরে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। মামলার আসামীরা হলেন, তৎকালীন পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা লাখাই উপজেলার মানপুর গ্রামের মতিউর রহমানের পুত্র মাওলানা মোঃ সফি উদ্দিন, একই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আসক উল্লাহর পুত্র মোঃ জাহিদ মিয়া, একই গ্রামের মাহতাব মিয়ার পুত্র মোঃ তাজুল ইসলাম ওরফে পোকন রাজাকার এবং জিরুন্ডা গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র মোঃ ছালেক মিয়া ওরফে ছায়েক মিয়া। মামলার বাদী মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ইলিয়াস কামাল অভিযোগ করেন, ১৯৭১ সালের ৩০ ও ৩১ অক্টোবর সফি উদ্দিনসহ তার সঙ্গীরা লাখাই উপজেলার মানপুর ও মুড়িয়াউক গ্রামে অভিযান চালিয়ে বাদীর পিতা ইদ্রিছ মিয়া ও সহযোদ্ধার শাহজাহানের পিতা আব্দুল জব্বারকে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে গুলি করে লাশ মানপুরের উজাদুর বিলে ফেলে দেয়। মুক্তিযুদ্ধ চলাকালে অভিযুক্ত রাজাকারেরা কৃষ্ণপুর, গঙ্গানগরসহ আশপাশের গ্রামে লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ, নৃশংস্ব গণহত্যা চালায়।


     এই বিভাগের আরো খবর