,

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। আশুরা উপলক্ষে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখেছেন। পবিত্র আশুরায় ঐতিহাসিক কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে হবিগঞ্জ শহরে ও জেলার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করা হয়। গত শনিবার বিকেল ৩টার পর থেকে তাজিয়া মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠে হবিগঞ্জ শহর। জেলায় সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের হয় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসী গ্রামে। এছাড়া ঐতিহাসিক মুড়ারবন্দ পাঞ্জাতন মোকাম প্রাঙ্গণে হাজার হাজার নারী পুরুষের সমাবেশ ঘটে। ওইদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত আগত ভক্তবৃন্দ জারী, মর্সিয়া ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনটি পালন করেন। বিকেলে পাঞ্জাতন মোকামের খাদেম সৈয়দ মানিক শাহ চিশতীর নেতৃত্বে তাজিয়া মিছিল বের করা হয়। মুড়ারবন্দ দরগার মোতওয়াল্লী সৈয়দ শফিক আহমেদ চিশতী, সৈয়দ তোফায়েল আহমেদ, সৈয়দ লিমন আহমেদ ও সৈয়দ মামুন শাহ চিশতী মিছিলে অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর