,

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অর্ধশতাধিক পরিত্যক্ত বগি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে পরিত্যক্ত অবস্থায় অর্ধশতাধিক রেলের বগি পড়ে রয়েছে। আর এসব বগিতে সন্ধ্যা হলেই অসামাজিক কার্যকলাপসহ জুয়া ও মদ-গাঁজার আসর বসে। রেলের বগিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে দিন দিন নষ্ট হচ্ছে। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এসব রেলের বগি দখল করে অনেকেই বসবাস করছে। আবার কেউ কেউ বগিতে জুয়ার আসরসহ অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। অভিযোগ উঠেছে, দখলদারদের কাছ থেকে জিআরপির কতিপয় অসাধু পুলিশ সদস্য ও রেলওয়ের কর্মচারিরা কমিশন নিচ্ছে। ফলে ওই এলাকায় বাড়ছে, চুরি-ছিনতাইসহ ছোটখাটো অপরাধ। সন্ধ্যার পর থেকেই যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে দুর্র্বৃত্তরা। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০/২৫ টি রেলের বগি পরিত্যক্ত অবস্থয় পড়ে আছে। আর এসব বগিতে বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড চলছে। সচেতন মহল মনে করেন এসব বগি মেরামত করে বিভিন্ন ট্রেনে সংযোগ করলে ট্রেনে যাত্রী ভোগান্তি লাঘব হতো।


     এই বিভাগের আরো খবর