,

বাহুবলে দ্বিমুড়া মাদ্রাসার সংবর্ধনায় এমপি মুনিম বাবু – এরশাদ গ্রাম বাংলার রূপকার আর শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, ‘শুধু বড় বড় কথা নয়, কাজ করার ক্ষমতা থাকতে হবে। আমি শুধু কথা নয়, কাজ দিয়ে প্রমান করতে চাই। অতীতে অনেকেই বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’ তিনি বলেন, ‘আমি নির্বাচিত হবার পর থেকে প্রতিটি সংসদ অধিবেশনেই এলাকার উন্নয়নের স্বার্থে কথা বলেছি। অতীতে অনেকেই সংসদে ঘুমিয়ে ঘুমিয়ে মূল্যবান সময়ের অপচয় করেছেন। এলাকাবাসীকে বঞ্চিত করেছেন উন্নয়ন থেকে।’ তিনি গতকাল মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলার দ্বিমুড়া রহমানিয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার পারভিন, লামাতাশি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক উস্তার মিয়া তালুকদার ও ডাঃ এমদাদুল হক সবুজ। অনুষ্ঠানে এমপি মুনিম চৌধুরী বাবু তার বক্তব্যে আরো বলেন, ‘এরশাদ গ্রামবাংলার উন্নয়নের রূপকার, এজন্য তিনি পল্লীবন্ধু। আর শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার। আমি শেখ হাসিনার সহযোগিতায় আমার এলাকার মানুষকে সুশিক্ষিত ও প্রশিক্ষিত ডিজিটাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছি। শিক্ষা খাতে দিয়ে যাচ্ছি সর্বোচ্চ বরাদ্দ।’ সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লামাতাশি ইউপি জাতীয় পার্টির সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক আহাদ মিয়া, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাই, উপজেলা যুবসংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজাদ, মিরপুর ইউপি যুবসংহতির সভাপতি মোঃ রফিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে এমপি মুনিম চৌধুরী বাবু মাদ্রাসার উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদানে ঘোষণা দেন এবং একাডেমিক ও বিজ্ঞান ভবন নির্মানের প্রতিশ্র“তি দেন।


     এই বিভাগের আরো খবর