,

এমপি কেয়া চৌধুরীর গাড়ি চালক ও পিএসকে মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নারী আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর গাড়ি চালক ও পিএসকে মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকে দুর্বৃত্তরা আত্মগোপন করেছে। গতকাল মঙ্গলবার সকালে মামলাটি রুজু করে কোর্টে প্রেরণ করা হয়। মামলায় ফরহাদ ও কয়সরসহ ২ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদি গাড়ি চালক সুরুজ মিয়া। মামলার বিবরণে জানা যায়, ২৫ অক্টোবর রাত ১২ টার সময় এমপি পুরাণ মুন্সেফী এলাকাস্থ ভাড়া বাসা সুরেন্দ্র ভবণের সামনে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে মালামাল বাসায় নিয়ে যাচ্ছিলেন। এসময় ওই এলাকার ২/৩ জন যুবক গাড়ি পার্কিং নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চালক সুরুজ মিয়া ও পিএস ইলিয়াস মিয়াকে মারধর করে। এব্যাপারে সদর থানায় গত সোমবার মামলা করলে মামলাটি রুজু হয়। এব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর