,

বানিয়াচংয়ে বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত ॥ ৫ যাত্রী আহত

আনোয়ার হোসেন, বানিয়াচং ॥ বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুবিদপুর এলাকায় ঢাকাগামী বিছমিল্লাহ পরিবহনের বাস ও বানিয়াচংগামী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী আপন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় অটোরিক্সার আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়। এদের মধ্যে নিহত আপনের নানী বানিয়াচং পূর্বতোপখানা গ্রামের মোস্তফা মিয়ার স্ত্রী সিজিলা (৪৫) এর ডান পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে আশংকাবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রকাশ মায়ের সাথে ঢাকায় বসবাসরত ৩য় শ্রেণীর ছাত্র আপনকে নিয়ে তার মা ও নানা-নানীসহ অনেকেই বানিয়াচং পূর্বতোপখাানায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জে পৌছান। ওই খানে বানিয়াচংগামী সিএনজি অটোরিক্সাযোগে বানিয়াচংয়ের উদ্দ্যেশ্যে রওয়ানা দেন তারা। ওই অটোরিক্সায় পর্যাপ্ত আসন না থাকায় আপন ও তার নানী-নানা অন্য একটি অটোরিক্সায় বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা দিলে সকাল ৭ ঘটিকায় সুবিদপুর এলাকায় বানিয়াচং থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বিসমিল্লাহ পরিবহনের একটি বেপরোয়া বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু আপনের। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করে। বাসের নাম্বারও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বেঁচে যাওয়া আহত যাত্রী ও আপনের নানা মোস্তফা মিয়া (৫০)। তবে তারা জানিয়েছেন বানিয়াচং শহীদ মিনার এলাকা থেকে প্রতিদিন ২টি বিসমিল্লাহ পরিবহনের বাস ঢাকায় যাওয়া আসা করে। ২টির মধ্যে ১টি বাস দূর্ঘটনা ঘটিয়েছে বলে দাবী যাত্রীদের।


     এই বিভাগের আরো খবর