,

অপরাধ মুক্ত নবীগঞ্জ উপজেলা গড়তে চাই-ডাঃ মুশফিক হোসেন চৌধুরী

আলী হাছান লিটন ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, হবিগঞ্জ জেলা পুলিশিং কমিটির উপদেষ্টা ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, অপরাধ মুক্ত নবীগঞ্জ উপজেলা গড়তে চাই। গ্রামগঞ্জের গরীব-দু:খি মেহনতি মানুষ যাতে সমাজে লাঞ্চিত নিপীড়িত না হয় এবং তাদেরকে উচ্চতরে নেওয়ার জন্য জাতীর জনকের স্বপ্ন ছিল। সেই লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে যতই ষড়যস্ত্র করা হোক ষড়যন্ত্রকারীদের কোন চেষ্টা সফল হবে না। আমি প্রতিটি মতবিনিময় সভায় বলেছি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটি জনতা সমন্বয় করে মহাসমাবেশে সর্ব্বোচ্চ উপস্থিতি দেখতে চাই। তিনি গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আগামী ১২ নভেম্বর হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর মহা সমাবেশ সফল করার লক্ষ্যে ও পুলিশের মহা পরির্দশক (আই.জি.পি) এর আগমন উপলক্ষে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক শামিম আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, এএসপি উত্তর সার্কেল সাজিদুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, ২নং ইউ/পি চেয়ারম্যান মেহের আলী মালদার, কাউন্সিলর শাহ রিজভী আহমেদ খালেদ, যুবরাজ গোপ, মিজানুর রহমান মিজান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুক্তাদির চৌধুরী, মোঃ নজরুল নইসলাম, মোঃ আব্দুল বাতেন, মোঃ দিলোয়ার হোসেন চৌধুরী, সমর চন্দ্র দাশ, মোঃ ছালিক মিয়া, মোঃ ছাইমুদ্দিন, সেকেন্ড অফিসার সুধীন চন্দ্র দাশসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ও প্রত্যেক ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর