,

ফিটনেসবিহীন গাড়ি ও সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে ঢাকা-সিলেট মহাসড়কে সঈদপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর নামক স্থানে ফিটনেসবিহীন গাড়ি ও সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। হাইকোর্টের নিষেধাজ্ঞার পর ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ী চালানোর অপরাধে এ অভিযানে পরিবহনের বিরুদ্ধে ৪ টি মামলা দায়ের হয়েছে। পুলিশ সুত্রে জানাযায়, গতকাল সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মহাসড়কে চলাচলরত সিএনজি-অটোরিক্সা, মোটর সাইকেল ও নসিমনের বিরুদ্ধে ৪ টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৫শ টাকা করে ২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। অভিযানকালে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্য ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ অংশ নেয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসেন জানান, হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচলরত সিএনজি-অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে ৪ টি মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর