,

নবীগঞ্জের চৌকি গ্রামের চয়ন হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ২

রাকিল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে বানিয়াচং উপজেলার দৌলতপুর ও নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামে মাছ মারা নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত চৌকি গ্রামের আলোচিত চয়ন রায় হত্যা মামলার আসামী ইসমাইল মিয়া (৫০) ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী প্রভাতী রায় (৪৮) কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার সময় নবীগঞ্জের চৌকি গ্রামের আলোচিত চয়ন রায় হত্যা মামলার আসামী ইসমাইল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ইসমাইল বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র। ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা গোপন সংবাদের ভিত্তিতে কাজীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। অপরদিকে গতকাল বুধবার ভোর রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা একদল পুলিশ নিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রভাতী রায়কে গ্রেফতার করে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত রশিক লাল রায়ের পুত্র। এসআই ধর্মজিৎ সিনহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত দু’জনকে মাননীয় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর