,

জনগণ ও আইন প্রয়োগকারী সংস্থা এক হয়ে কাজ করলে কোন অপশক্তিই সমাজে বিস্তার লাভ করতে পারবেনা -পুলিশ মহাপরিদর্শক

মুজাহিদ আলম চৌধুরী ॥ আমাদের রাষ্ট্রকে নিরাপদ করতে হবে। আর এ জন্যে কমিউনিটি পুলিশকে চ্যালেঞ্জ নিতে হবে। আমরা শুধু অধিকার ভোগ করতে চাইবো, আর দায়িত্ব পালন করব না, তা হবে না। আমি হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত দেখতে চাই। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এসব কথা বলেন। আইজিপি বলেন, যখন জনগণ এবং আইন প্রয়োগকারী সংস্থা এক হয়ে কাজ করবে তখন সমাজে কোন অপরাধীই কোন কিছু করতে পারবে না। কোন অপশক্তিই সমাজে বিস্তার লাভ করতে পারবেনা। তিনি বলেন, যাচাই বাছাই করে কমিউনিটি পুলিশের সদস্য নিতে হবে। পুলিশ জনগণেরই অংশ। পুলিশের সাথে জনগণের সম্পর্ক না থাকলে জনগণ কি চায় তা অনুধাবন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, আমাদের দেশে সব থানাতেই দালাল থাকে। দালাল থাকলে জনগণ ও পুলিশের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়। মানুষ থানায় আসতে ভয় পায়। কমিউনিটি পুলিশ যদি সব সময় জনগণের সঙ্গে যোগাযোগ রাখে তাহলে থানা থেকে দালাল বিতারিত হবে। দালাল তাড়ানোর দায়িত্ব কমিউনিটি পুলিশের। কমিউনিটি পুলিশ তৎপর থাকলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিয়ে, গ্রাম্য দাঙ্গা রোধ করা সম্ভব। অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ আবুল খয়ের। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান পিপিএম, সিলেটের পুলিশ কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বৃন্দাবন কলেজ অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী, পিপি আকবর হোসেইন জিতু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড.মোঃ আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই চৌধুরী, প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, পৌর আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর টিটু, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খাঁনসহ সকল থানার ওসি ও দারোগাগণ উপস্থিত ছিলেন। সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য বিভিন্নস্থান থেকে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে। মাঠের চারপাশে সিসি ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। অনুষ্ঠান শেষে রাতে জাতীয় শিল্পী নকুল কুমার বিশ্বাসসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এর আগে আইজিপি বাহুবল উপজেলার পুটিজুরিতে নতুন স্থাপিত পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর