,

আউশকান্দি সোনালী ব্যাংকের ক্যাশ থেকে পাঁচ লক্ষ টাকা উধাও : ৫ দিনেও ক্লু উদঘাটন হয়নি

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সোনালী ব্যাংকের ক্যাশ থেকে পাঁচ লক্ষ টাকা উধাও এর ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় হচ্ছে। ৫ দিন অতিবাহিত হলেও টাকা লুটের ঘটনাটির কোন কু উদঘাটন হয়নি। এনিয়ে অত্র এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সোনালী ব্যাংক থেকে গত ৮ নভেম্বর দুপুরে বাজারের ব্যবসায়ী ও মিনাজপুর গ্রামের বাসিন্ধা সামাদুর রহমান ৫ লক্ষ টাকা গরু ব্যবসার জন্য টিটি করতে ব্যাংকে যান। ক্যাশিয়ার বিঞ্চু রায় এর কাছে জমা দিলে তিনি বলেন আধা ঘন্টা পরে জমা রিসিট নিবেন। আধা ঘন্টা পরে যখন ব্যবসায়ী সামাদুর আবার আসলে ক্যাশিয়ার বলেন আপনার লোক ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে। এনিয়ে ২ জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাজারে মানুষ জড়ো হলে শালিসে বসেন সবাই। সালিশ সভায় সিন্ধান্ত হয় ক্যাশিয়ার বিঞ্চু রায় ঐ ব্যবসায়ীর টাকা পরিশোধ করবেন। কিন্তু সবার মধ্যে আলোচনা হচ্ছে ক্যাশের সামন থেকে মুহুর্তের মধ্যে কে পাঁচ লক্ষ টাকা নিয়ে উদাও হলেন। না ক্যাশিয়ার নিজেই এর নায়ক তিনি টাকা গোপন করে বলছেন কিছুই জানেন না। এব্যাপারে ক্যাশিয়ার বিঞ্চু রায় বলেন, আমার কাছে টাকা দেবার ৩/৪মিনিট পরে একজন এসে বলেন এখানে টাকা বেশি আছে। আমি তাকে টাকা গুনে বলি না টাকা সটিক আছে। পরে ঐ লোক আমাকে টাকা ফেরত দিতে বলেন আমি টাকা ফেরত দিলে সে টাকা নিয়ে যায়। সে সামাদুর ভাই পরিচয় দেয়। এর বেশি তিনি মন্তব্য করতে রাজি হননি। বাজারের ব্যবসায়ী সামাদুর রহমান বলেন আমি পাঁচ লাখ টাকা ক্যাশিয়ারের কাছে দিয়ে রিছিট দিতে বললে তিনি বলেন ৩০ মিনিট পরে নিতে। আমি পরে গেলে বলেন আমার টাকা না কি কে নিয়ে গেছে। পরে এনিয়ে সালিশে তাকে টাকা দেবার রায় হলেও এখনো তিনি টাকা দেননি। সোনালী ব্যাংকের ম্যানাজার ফরিদ উদ্দিন আহমদ বলেন আমি এব্যাপারটি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। হেড অফিস কি সিন্ধান্ত নিবে আমরা জানিনা। তবে পাঁচ লক্ষ টাকা খোয়া যাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর