,

হবিগঞ্জ সদর হাসপাতাল এখন দালালদের দখলে

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এখন দালালদের দখলে। পুরুষ দালালের পাশাপাশি এখন মহিলারাও দালালী শুরু করেছে। অভিযোগ উঠেছে হাসপাতালে দালাল না ধরলে ঔষধ পাওয়াতো দুরের কথা চিকিৎসা পর্যন্ত হচ্ছে না। গতকাল হাসপাতাল এলাকার দালালদের তালিকা তৈরি করে কর্তৃপক্ষ পুলিশকে দিয়েছে। যাদের নিয়ে তালিকা হয়েছে তারা হল, দালালচক্রের গডফাদার ইউনুস আলী, মোহাম্মদ আলী, ফারুক মিয়া, খালেক মিয়া, সুহেল মিয়া, কাইয়ূম, নাসির, মোশাহিদ, সাহাবুদ্দিন এবং ব্লাড ব্যাংকের নজরুল, জাহাঙ্গীর, জাফর আলী। মহিলাদের মাঝে হল সরূপা, রোজিনা, সায়রা ও সেলিনা। তালিকা সুত্রে জানা যায়, তারা হাসপাতালে সকাল থেকেই উৎ পেতে থাকে। গ্রামগঞ্জ থেকে আসা রোগীদের কাছ থেকে চিকিৎসা ও ঔষধ দেবার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয়। এমনকি তাদেরকে কমিশনের ভিত্তিতে বিভিন্ন ক্লিনিকেও নিয়ে যায়। এমনকি ব্ল্যাড ব্যাংক থেকে তাদের মাধ্যমে রক্ত কিনতে হচ্ছে। রোগীরা জানান, দালাল না ধরে আমাদের উপায় নেই, কারণ ডাক্তারের কাছে চিকিৎসা ও ঔষধ আনতে হলে তারা তালবাহানা করেন। তাই আমরা বাধ্য হয়ে দালাল ধরছি। এ বিষয়ে বেশ কয়েকবার সংবাদ প্রকাশ হলে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের নজরে আসে। তিনি আইন শৃংখলা কমিটির সভায় হাসপাতালকে দালালমুক্ত করতে নির্দেশ দিলে এ তালিকা তৈরি করা হয়।


     এই বিভাগের আরো খবর