,

নবীগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাই গ্রাম থেকে লক্ষী রাণী বৈদ্য (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ থানা পুলিশ এ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, হত্যা না আত্মহত্যা কাটছেনা রহস্যের জট। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহত লক্ষী রাণী বৈদ্য ওই গ্রামের রাজ কুমার বৈদ্যর স্ত্রী। সুত্রে জানা যায়, উপজেলার আমড়াখাইর গ্রামের রাজ কুমার বৈদ্য দীর্ঘদিন যাবৎ সিলেট থেকে ব্যবসা বানিজ্য করে আসছেন। ব্যবসায় গত কয়েকদিন ছুটি থাকাতে বেড়াতে আসেন গ্রামের বাড়িতে। ছুটি শেষে গত রবিবার সকালে স্ত্রীকে নিয়ে খাওয়া ধাওয়া করে কর্মস্থল সিলেটে ফিরে যান। স্বামী রাজ কুমার বৈদ্যকে সিলেটে বিদায় করে শয়নকক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন লক্ষী রাণী বৈদ্য। বেলা ২টায় তার কোন সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজায় ডাকাডাকি করেন। কিন্তু এতে সন্দেহ হলে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ দেখতে পান ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছে লক্ষী রাণী। এসময় পরিবারের লোকজনের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানার এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যাপ্ত আলো না থাকায় সুরতহাল রিপোর্ট তৈরী করতে পারেনি তাই সেখানেই রাত্রি যাপন করে সকালে লাশ নিয়ে থানায় আসানে। গতকাল সোমবার দুপুরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে সূত্রে জানাগেছে।


     এই বিভাগের আরো খবর