,

এমপি কেয়া চৌধুরী বিশেষ বরাদ্ধ থেকে নবীগঞ্জের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় ডিও বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর বিশেষ বরাদ্ধ থেকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্ডপে ও এতিমখানায় ৩৫ টন চাউলের ডিও বিতরণ করা হয়েছে।এমপির নির্দেশক্রমে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র শাহ রিজভী আহমেদ খালেদ বঙ্গবন্ধু পরিষদ করগাঁও ইউপি শাখার সভাপতি ভানু লাল দাশ, পি আই ও জহিরুল ইসলাম ডিও প্রধান করেন। ডিও গ্রহণ করেন শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ার পূজা কমিটির সভাপতি বাবু সুবিনয় কর, সংঘমিত্র সংঘের সভাপতি অসিম বনিক ও সাধারণ সম্পাদক ময়না দাশ, সন্ন্যাশ সংঘের সভাপতি সুমন দেবনাথ, শারদীয় সংঘ মুক্তাহার সভাপতি মনি দাশ, নবজাগরণ সংঘের সভাপতি কাজল রায়, পাঞ্জারাই পূজারী সংঘের সভাপতি রগু রায়, গুমগুমিয়া পূজা কমিটির সভাপতি জগনাথ দাশ, বৈলাখীপুর পূজা কমিটির সভাপতি পিন্টু দাশ, বেগমপুর পূজা কমিটির সভাপতি মিহির দাশ, লক্ষীপুর পূজা কমিটির সভাপতি সুকেন্দু সরকার, দূর্গাপূজা কমিটির সভাপতি অন্তত দাশ, কড়ি শাইল পূজা কমিটির সভাপতি বিধু মাষ্টার, পাটলি বুরুঙ্গা পূজা কমিটির সভাপতি নিউটন দাশ, প্রগতি যুব সংঘের সভাপতি সুদাংশু দাশ, শ্রী জয় দূর্গা কমিটির সভাপতি দিরেন্দ্র দেব, আদিত্যপুর ঠাকুর বাড়ী পূজা কমিটির সভাপতি শ্যমল চক্রবর্তী, আব্দুল্লা ইসমাইল এতিম খানার প্রিন্সিপাল হাফেজ আব্দুল হাদী বানী, কুর্শি ইউপির জুবায়েদা খাতুন চৌধুরী এতিম খানার প্রিন্সিপাল মৌলানা মহিউদ্দীন, আউশকান্দি ইউপির আব্দুল আজিজ এতিম খানার প্রিন্সিপাল ইউনুস আলী, কালিয়ারভাঙ্গা ইউপির শ্রীমতপুর এতিম খানার প্রিন্সিপাল জামাল উদ্দীন প্রমুখ। এ সময় ডিও বিতরণ কারী নেতৃবৃন্দ উপস্থিত লোক জনকে অবহিত করেন সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী শুধুমাত্র বিশেষ বরাদ্ধ দিয়েই ক্ষান্ত হননি তিনি নবীগঞ্জ উপজেলার ভাটিবাংলার অবহেলিত জনসাধারণের যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের স্বার্থে কাজিরবাজার থেকে মার্কুলী পর্যন্ত রাস্তা সংস্কারের পদক্ষেপ গ্রহণ সহ উপজেলার করগাঁও ইউপির ২৫ মাইলেজ বিদুৎ এবং ১নং পশ্চিম বড়ভাকৈর ও ২নং পূর্ব বড়ভাকৈর ৮২ মাইলেজ বিদুৎ সংযোগ,কালিয়ারভাঙ্গা ইউপি খড়িয়া রমজান পুরে ৪ মাইলেজ বিদুৎ স্কুল ও রাস্তার উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতিমধ্যে বিদুৎ সংযোগ স্থাপনের লক্ষে সার্ভে র্কায্যক্রম চলিতেছে। ডিও গ্রহণ শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন এতিম খানার প্রধানগন এমপি কেয়া চৌধুরীর অক্লান্ত পরিশ্রমে নবীগঞ্জ বাসীর উন্নয়নের জন্য ধন্যবাদ জানান।


     এই বিভাগের আরো খবর