,

মহসিন আলীর স্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি

সময় ডেস্ক ॥ মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন। গতকাল সোমবার সৈয়দা সায়রা মহসিনকে নির্বাচিত ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা নির্বাচন অফিস। এর আগে গতকাল (রবিবার) বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজি ইস্তাফিজুল হক আকন্দ জানান, মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ৫ প্রার্থীর মধ্যে সৈয়দা সায়রা মহসিন ছাড়া অন্য ৪ প্রার্থীর মনোনয়ন নানা কারণে অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু ২২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও ওই ৪ প্রার্থী তাদের মনোনয়ন বহালে নির্বাচন কমিশনে আপিল করেনি। তাই একমাত্র বৈধ প্রার্থী হিসেবে সৈয়দা সায়রা মহসিনকে নির্বাচিত ঘোষণা করে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ন্যাশন্যালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী নিজে ছিলেন অনুপস্থিত। এ সময় তার প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত হয়ে হলফনামা দিয়ে বলেছেন তারা কোনো দল করেন না এবং কোনো প্রার্থীর পক্ষে প্রস্তাব বা সমর্থন করেননি। ফলে সরকারি কৌসুলীদের উপস্থিতিতে এবং লিখিত মতামতের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। গত ১৪ সেপ্টেম্বর তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়ে যায়। পরে ওই শূন্য আসনে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।


     এই বিভাগের আরো খবর