,

শেভরন-এর অর্থায়নে নবীগঞ্জে বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর রোববার সকালে শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে ‘রাষ্ট্রের উন্নয়নে গণতন্ত্র প্রতিষ্ঠাই সর্বোত্তম পন্থা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (ফিল্ড কমিউনিটি) মলয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন গর্ভনিং বডির সদস্য আব্দুর রউফ, শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কো-অর্ডিনেটর আব্দুল লতিফ ও হাসান ইমাম আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ নুরুল আমিন। বির্তক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক মোস্তাহিদ উদ্দিন ও রঞ্জিত চন্দ্র দেব, প্রদর্শক দীপক চন্দ্র সরকার। মডারেটরের দায়িত্ব পালন করেন বিডিএসসি’র প্রশিক্ষণ ও পরিবীক্ষণ কর্মকর্তা এসএমএহাসনাত। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক দীপক চন্দ্র সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আল-আমীন সরকার, জহিরুল ইসলাম, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার আব্দুল্লা আল মামুন প্রমুখ। কলেজের শিক্ষকমন্ডলী ও শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দুটি দলের ৬ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জয়ী ও পরাজিত দলের নিকট এবং শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার তুলে দেয়। অনুষ্ঠানে সভাপতি আগামীতে মাসিক ভিত্তিতে এধরণের সহ-পাঠ্যক্রমিক কাযক্রম আয়োজনের উদ্যোগ নেয়ার ঘোষণা দেন। তিনি কলেজে প্রথমবারের মতো এধরণের উদ্যোগ নেয়ার জন্য শেভরন ও বিডিএসসিকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে ২০১৪ সাল থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) সিলেট মহানগরী ও গোলাপগঞ্জ এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শেভরন শিক্ষা কর্মসূচী বাস্তবায়ন করছে।


     এই বিভাগের আরো খবর