,

হবিগঞ্জের গদাইনগর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গদাইনগর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের ৩ ঘন্ট্যাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, গদাইনগর গ্রামের মৃত ফজর রহমানের পুত্র লুৎফুর রহমান ও মৃত বাতির উল্লার পুত্র ইয়াসিন উল্লার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়প লাটি-সোটা ও ফিকলসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। এতে উভয়পরে প্রায় অধশতাধিক ব্যক্তি আহত হয়। পরে স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আহতদের মাঝে কাউছার (৩০), রুবেল (২৮), উজ্জ্বল (২৬), রঙ্গু (৭০), সাহাব উদ্দিন (৪০), রং মিয়া (২০), আব্দুল হাই (৩৫), সামসু মিয়া (৫০), আব্দুল আজিজ (১৮), জনি (২৩), কামাল (২৪), সাজিদ (২৩), আহাদ (২৫), কানাত (২০), রাসেল (১৬), লোকমান (৩৬), ফয়েজ (৪০), জিতু (৫০), বাচ্চু (৫২), রিপন (২৫), নজরুল (২৫), ফরিদ (৪৫), ময়না (৩৫), সাফিয়া (৪০), নুর ইসলাম (৫০), রানু আক্তার (৩০), মতিন মিয়াসহ (৩৮), সায়েদা (২০), আবুল মিয়া (৪০), আহাদ মিয়া (২৫), আলমগীর (৩০), খলিল মিয়া (৬০), শুকুর মিয়া (৫০), জসিম উদ্দিন (১২), কানন (১৭), মালিক মিয়া (৩৪), সোহাগ (১৫), হারুণ (১৮), রাসেদা (৩০), তাসলিমা (১৬), ফয়সল (৩০), সেলিম (৩০), লিল মিয়া (৪০), রিপন (২৬), আবুল হোসেন (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর