,

বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ডা. শেখ তানভীর হোসাইন পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল খালেক মাস্টার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ নমীর আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান। মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন নাসিম আহমেদ, সম্রাট দাস, পঞ্চমী দাস, বাবলু মিয়া, অজয় দাস, সুমন কুমার দাশ প্রমূখ। সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তান ইউএনও শরীফুল ইসলামসহ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সরকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই মুক্তিযোদ্ধাদের ভাতা আট হাজার থেকে দশ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বাতিলের চক্রান্ত করে যাচ্ছে। তাই মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ থেকে এসব প্রতিহত করতে হবে। ভালভাবে লেখাপড়া করে প্রশাসনের বিভিন্ন স্তরে নিজেদের জায়গা করে নিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদেরকে কোন ধরণের সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হওয়া যাবেনা।


     এই বিভাগের আরো খবর