,

মাধবপুরে সোহেল ও সুমন বাহিনীর যন্ত্রনায় অতিষ্ঠ নয়াপাড়াবাসী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের সুমন ও ব্যাঙ্গাডুবা গ্রামের সোহেল বাহিনীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করে যাচ্ছে দিনের পর দিন। তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পায় না। জানা যায়, ব্যাঙ্গাডুবা গ্রামের সায়েদ মিয়ার ছেলে সোহেল ও করড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সুমন একাধিক বার পুলিশের জালে আটকা পড়ে। কিন্তু তারপরও তাদের অপরাধ মূলক কর্মকান্ড থেমে নেই। তারা রাতের আধারে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে থাকে। তাদের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। আইন শৃঙ্খলা বাহনীর লোকজন তাদের গ্রেফতার করতে গেলে খবর পৌছে যায় তাদের কাছে। বিভিন্ন সুত্রে জানা গেছে, প্রায় ৬ মাস আগে নয়াপাড়ার বাজারের ব্যবসায়ী নুরুল হকের একটি অটোরিক্সা(সিএনজি) চুরি করে নিয়ে যায় এই চক্র। পরে থানা পুলিশ কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকা থেকে অটোরিক্সা সহ তাদের গ্রেফতার করে। নয়াপাড়া বাজার থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ধরা পড়ে সোহেল। নয়াপাড়া রেল স্টেশনে চলন্ত রেল থেকে মোবাইল, স্বর্ণালংকার চুরি করে থাকে এই চক্র। একাধিকবার জনতা ও পুলিশের হাতে ধরা পড়ে। স্থানীয় জনগনের দাবী এই অপরাধি চক্রের মূল হোতা সোহেল ও সুমন কে গ্রেফতার করলে নয়াপাড়া এলাকায় অপরাধ কমে যাবে। থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগে আমি নয়াপাড়া ইউনিয়নের দায়িত্বে ছিলাম। এখন উপ- পরিদর্শক মোজাফফর আছেন তিনি বলতে পারবেন। উপ- পরিদর্শক (এসআই) মোজাফফরের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের কাগজ পত্র না দেখে বলতে পারব না।


     এই বিভাগের আরো খবর