,

রিচি মাদ্রাসার এক শিশু ছাত্র সুজনকে উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় স্ত্রীর মামলায় যৌতুকলোভী স্বামী ও ভাশুরের হেফাজত থেকে মাদ্রাসার ছাত্র শিশুপুত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সদর থানার এএসআই নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার রিচি মাদ্রাসা থেকে সুজন মিয়া (১০) নামে এক শিশুকে উদ্ধার করে আদালতের মাধ্যমে শিশুর মা জোসনা বেগমের জিম্মায় প্রদান করেন। এ ঘটনা নিয়ে রসালো আলোচনার ঝড় বইছে। জানাযায় (৩য় পৃষ্ঠায় দেখুন) গোসাইপুর গ্রামের ইনসান আলীর কন্যা জোসনার সাথে একই গ্রামের সিদ্দিক আলীর পুত্র সুমন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর সুমন মিয়া ও তার বড় ভাই জামাল মিয়া যৌতুকের জন্য নির্যাতন চালায় জোসনার উপর। পরে এলাকার মুরুব্বিগণ বিষয়টি আপোষ করে দেন। ইদানিং ফের যৌতুকের জন্য নির্যতন চালায়। সম্প্রতি জোসনার শিশুপুত্র সুজন ও চাঁদনীকে রেখে উল্লেখিতরা জোসনাকে মারপিট করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। জোসনা আদালতে মামলা দায়ের করলে আদালত ভাসুর জামালকে কারগারে পাঠায়। এদিকে স্বামী সুমন মিয়া পুলিশের ভয়ে আত্বগোপন করেছে।


     এই বিভাগের আরো খবর