,

হবিগঞ্জে বিএনপির পরামর্শ সভা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও আসন্ন হবিগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র (সাময়িক বরখাস্ত) আলহাজ্ব জি কে গউছের নির্বাচন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর শায়েস্তানগর বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া। জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, যগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সৈয়দ রিয়াজ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, গীরেন্ড চন্দ্র রায়, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মহিফুল ইসলাম বাচ্চু, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, যুবদল নেতা নুরুল ইসলাম নানু, মর্তুজা আহমেদ রিপন, পৌর যুবদলের সভাপতি শফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, আব্দুল হাদী, শেখ মকসুদ, শেখ মামুন, এমদাদুল হক ইমরান, সিরাজুল ইসলাম, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, অলিউর রহমান, মতিউর রহমান, কামরুল হাসান, তাহের আহমেদ, সিরাজ মিয়া, সৈয়দ আশরাফ আহমেদ, জুয়েল মিয়া, আব্দুল কাইয়ুম, মহিবুর রহমান শাওন, রফিক মিয়া, রুমেল আহমেদ প্রমুখ। সভায় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালন করতে সিদ্ধান্ত নেয়া হয়।


     এই বিভাগের আরো খবর