,

নবীগঞ্জ পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে নৌকার শ্লোগান পৌছে দিতে হবে-উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী

উত্তম কুমার পাল হিমেল/আলী হাছান লিটন ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু দেশ গঠন করতে চেয়েছিলেন সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পৌরসভার প্রতিটি ঘরে ঘরে নৌকার শ্লোগান পৌছে দিয়ে ভোট চাইতে হবে। তিনি গতকাল রাতে নবীগঞ্জ পৌর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর সমর্থনে শহরের খালিক মঞ্জিলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাজ্বী মোজাহিদ আহমদের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধরের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ৩ বারের নির্বাচিত পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সহ-সভাপতি ইমদাদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, শাহ রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র কুমার পাল রবি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক এড. ফারুক আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, পৌর কৃষকলীগের সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগ নেতা আবু সালেহ জীবন, উপজেলা তরুনলীগের যুগ্ম আহবায়ক ভীষন রায়, উপজেলা মহিলালীগের আহবায়ক শেখ ছইফা রহমান কাকলী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন চৌধুরী, মোঃ শওকত আলী, সাবেক মেম্বার মোঃ রফিক মিয়া, মোঃ ছালিক মিয়া, দূর্গা চরন দেব, মুহিবুর রহমান আকল, গিয়াস চৌধুরী মিন্টু, এহিয়া চৌধুরী, উৎপল চৌধুরী পান্না, ডাঃ কাজল নাথ, শিলাপদ দাশ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর