,

মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসন অত্যন্ত জরুরি -পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন সুশাসন ছাড়া মানবাধিকার রক্ষা করা যাবে না। মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসন অত্যন্ত জরুরি। তিনি মন্তব্য করেন- আমাদের অধিকাংশ মানুষেরই চারিত্রিক বৈশিষ্ট ডাবল স্ট্যান্ডার্ডের। তারা সকল সময়েই নিজের স্বার্থকে প্রাধান্য দেন। ডাবল স্ট্যান্ডার্ডের লোকদের চারিত্রিক বৈশিষ্ট তুলে ধরতে গিয়ে তিনি বলেন- ওইসব মানুষ চায়, তার নিজের স্বার্থ হাসিল করতে যেন কোন আইন দেখা না হয়। আর সকলের ক্ষেত্রে আইনের প্রয়োগ দেখতে চায় তারা। সমাজে মানবাধিকার বাস্তবায়নে ডাবল স্ট্যান্ডার্ড পরিহার করতে হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন- প্রত্যেক পেশাজীবী যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে কখনো মানবাধিকার লংঘন হবে না। আইনজীবীদের দায়িত্ব পালন নিয়ে পুলিশ সুপার বলেন- ক্লায়েন্টকে খুনের মামলা থেকে বাঁচানোর জন্য যা যা করা প্রয়োজন তা করা আইনজীবীর দায়িত্ব নয়, প্রকৃত অপরাধী যেন সাজা পায় সে বিষয়টি দেখা প্রয়োজন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের কনফারেন্স রুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কমিটির কার্যনির্বাহী সভাপতি রোটারিয়ান মোঃ আবুল কাশেম, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা: মো: জমির আলী, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা: মো: জমির আলী, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, রোটারিয়ান আলহাজ্ব মাস্টার সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, শিক্ষিকা শর্বানী দত্ত, শিক্ষিকা শিউলি রানী দাশ, অ্যাডভোকেট জন্টু দেব, সাংবাদিক নুরুল হক কবির, এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলী, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কদ্দুছ খান, মোশাহেদ মিয়া, সাংবাদিক শাকিলা ববি প্রমূখ। সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র তার বক্তৃতায় অপরাধ এবং মানবাধিকারের পার্থক্য সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন- একজন লোক যখন নির্যাতনের শিকার হয়, তখন সেটি অপরাধমূলক কাজ। অর্থৎ নির্যাতনকারী লোকটি অপরাধী। এটি মানবাধিকার লংঘন নয়। নির্যাতিত লোকটি যদি বিচার প্রার্থী হয়ে বিচার না পায়, পুলিশ যদি তাকে আইনী সহায়তা প্রদান না করে সেটি মানবাধিকার লংঘনের শামিল।


     এই বিভাগের আরো খবর