,

নবীগঞ্জ-আইনগাঁও সড়কে সিএনজির ধাক্কায় ২ ব্যক্তি গুরুতর আহত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-আইনগাঁও সড়কে সিএনজির ধাক্কায় ২ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বাউসা ইউপি’র প্যানেল চেয়ারম্যান-৩ নুরুন্নাহার বেগমের পিতা মোঃ নজির আলী (৬০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর আহত নাদামপুর গ্রামের মোঃ আয়ফর উদ্দিন (৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার উল্লেখিত সড়কের গহরপুর নামক স্থানে আইনগাঁও থেকে ছেড়ে আসা দ্রুতগতির সিএনজি ধাক্কায় তারা গুরুতর আহত হয়। উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে বাউসা গ্রামের মোঃ আরজু মিয়ার শিশুকন্যা লাভনী বেগম (৬) বাড়ী থেকে বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে দ্রুতগতির সিএনজি’র ধাক্কায় গুরুতর আহত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন আছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দিয়েছেন। কিন্তু নবীগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আরজু মিয়ার পক্ষে তার চিকিৎসার ব্যয়বার বহন করা সম্ভব হচ্ছে না। উল্লেখ করা আবশ্যক, কিছুদিন পরপরই নবীগঞ্জ-আইনগাঁও সড়কে ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলছে। সড়কের পাশেই বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নাদামপুর মির্জাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় ছাত্র-ছাত্রীর প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এব্যপারে এলাকবাসী সম্মিলিতভাবে প্রতিবাদ চালালেও অদক্ষ সিএনজি ড্রাইভাররা তাতে কর্ণপাত না করে বেপড়োয়াভাবে গাড়ী চালিয়ে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর