,

হবিগঞ্জের পাইকপাড়া-ধুলিয়াখাল বাইপাস সড়কে গণডাকাতি : ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া-ধুলিয়াখাল বাইপাস সড়কে বিয়ের গাড়িসহ যানবাহনে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় ৫ জন আহত হয়েছে। দুর্র্বৃত্তরা ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। গত রবিবার দিবাগত গভীরাতে উল্লেখিত সড়কে ১৫ থেকে ২০ জনের একদল মুখোশধারী ডাকাত গাছ ফেলে ২০ থেকে ২৫টি যানবাহন আটক করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ তাণ্ডব লীলা চালায়। তাদের হাত থেকে রেহাই পায়নি বিয়ের গাড়িও। পুলিশ ও আহত সুত্রে জানা যায়, রবিবার রাত ৩টার দিকে উল্লেখিস্থানে একদল মুখোশধারী ডাকাত বেশ কয়েকটি সড়কের মাঝখানে ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এসময় উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, মোরগসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এসময় নোহা গাড়ির চালক জিয়াউর রহমান (২৫) ও হাইয়েস বিয়ের গাড়ির চালক বাবুল মিয়া (৩০) সহ বেশ কয়েকজন যাত্রী বাঁধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তখন একটি নোহা গাড়ি ভাংচুর করে ডাকাত দল। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই কেএম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই ডাকাত দল পালিয়ে যায়। একটি মোরগবাহি পিকআপ ভ্যান, নোহা গাড়ি, বিয়ের হাইয়েস ও একটি ঔষধের পিকআপ ভ্যানসহ ১৫ থেকে ২০টি বিভিন্ন ধরণের যানবাহন ডাকাতের কবলে পড়ে। পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করিয়েছে। এব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, দুর্বৃত্তদের ধরতে বিভিন্নস্থানে অভিযান চলছে। অচিরেই তারা গ্রেফতার হবে।


     এই বিভাগের আরো খবর