,

নবীগঞ্জে সিএনজি অটোরিকশা শ্রমিকদের বিরোধের নিস্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড শ্রমিকদের বিরোধের নিস্পত্তি হয়েছে। গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকল সড়কে সিএনজি অটোরিকশা চলাচল ও শ্রমিকদের বিরোধ মীমাংসাকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সাংসদ এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল বাতেন খাঁন, আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, উপজেলা মিনি বাস সমিতির সভাপতি ইয়াওর মিয়া প্রমুখ। এতে উপজেলার ২৩টি সিএনজি স্ট্যান্ডের সভাপতি/সম্পাদকসহ সকল শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মোতাবেক আজ রবিবার সকাল থেকে নবীগঞ্জের প্রত্যেকটি আঞ্চলিক সড়কে স্বাভাবিক নিয়মে সিএনজি অটোরিক্সা চলাচল করবে। সভায় উপস্থিত নেতৃবৃন্দের একমতে সিদ্ধান্ত হয়- সকল সড়কে সিএনজি অটোরিকশা চলাচল করবে। কোন সড়কে গাড়ী আটকানো যাবেনা। কোন স্ট্যান্ডে চাদাঁবাজি চলবেনা। কোন সড়কে গাড়ী বন্ধ থাকবেনা। কোন শ্রমিক মারধরের আওতায় আসবেনা। এবং আগামী ৩০ তারিখের পরে বিষয়টি নিয়ে আবার বসা হলে বলে সিদ্ধান্ত হয়। এ জন্য ৩০ তারিখের আগ পর্যন্ত একটি তদন্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ইয়াওর মিয়াকে আহ্বায়ক ও বজলু মিয়া, দিলশান মিয়াকে সদস্য এবং ইউপি চেয়ারম্যান দিলাওর মিয়া, সৈয়দ খালেদুর রহমানকে উপদেষ্টা করে কমিটি করা হয়। এই আহ্বায়ক কমিটি তদন্ত করে শ্রমিকদের কার্যক্রম দেখবে, যদি শৃংখলা ও শান্তিপূর্নভাবে চলে তাহলে আগামী ৩০ তারিখের পর শ্রমিকদের জন্য গাইড লাইন করা হবে। সকলকে গাইড লাইন মোতাবেক চলতে হবে। গাইডলাইনের বাহিরে কোন শ্রমিক গেলে আনাইনানুক ব্যবস্থাগ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর