,

নবীগঞ্জ পৌর নির্বাচনে নৌকা ও ধানের শীষের গলার কাটা স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর রানা

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষের জন্য ফ্যাক্টর হয়ে উঠেছেন এক লন্ডন প্রবাসী স্বতন্ত্র প্রার্থী। রাজনীতির এই ডামাঢোলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সবার নজর কেড়ে আলোড়ন তুলেছেন তিনি। দীর্ঘ ২০ বছর পর লন্ডন থেকে তিনি দেশে এসে স্বতন্ত্র প্রার্থী হয়ে সবাইকে চমকে দিয়েছেন। এখন মুল প্রতিদ্বন্ধীতায় তার নাম আলোচিত হচ্ছে । তিনি সবার পরিচিত মূখ লন্ডনের টিভি উপস্থাপক ও গীতিকার জাহাঙ্গীর রানা। একসময়ে তিনি নবীগঞ্জের ছাত্র রাজনীতির হৃদপিন্ড ছিলেন। তিনি নবীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। নবীগঞ্জের ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন জনপ্রিয় একটি নাম। হঠাৎ করে তিনি জীবিকার তাগিদে লন্ডনে চলে যান। ইতি ঘটে রাজনীতির জড়িয়ে পড়েন কর্মজীবনে। রাজনীতি থেকে নির্বাসন গেলেও তিনি লন্ডনের বাংলা টিভি ও চ্যানেল এস টিভিতে নিয়মিত বিভিন্ন প্রোগ্রাম করে প্রবাসে মিডিয়া অঙ্গনে পরিচিত মূখ হিসাবে সবার কাছে প্রিয় পাত্র হয়ে উঠেন। বাংলার বিভিন্ন লোক সাহিত্য উঠে আসে তার মেধাদীপ্ত এসব অনুষ্ঠানের মাধ্যমে। তার উল্লেখ্য যোগ্য জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে “পবনের বৈঠা” ‘কিলা আইছন ভাইসাব” উত্তর সুরী’ এবং ‘আলাপন”। তিনি এসব অনুষ্ঠান করতে গিয়ে অনেক সুখ্যাতি অর্জন করেন। তার একাধিক বই প্রকাশিত বাংলাদেশের একুশে বই মেলায়। প্রবাসী জনগন আর তার এলাকার মানুষের অনুরোধে তিনি বাংলাদেশে আসে পৌর নিবাচনের তফশীল ঘোষনার একমাস পূর্বে। দেশে আসার পরেই তার আত্বীয় স্বজন চাপ দেন নির্বাচনে প্রার্থী হবার জন্য। কারন তার চাচা এডভোকেট আব্দুশ শহীদ গোলাপ বিগত তিনটি নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিটি নির্বাচনে অল্প ভোটে পরাজিত হয়েছেন। গত নির্বাচনের পরে তিনি হৃদরোগের আক্রান্ত হয়ে মারা যান। নবীগঞ্জে গোলাপ উকিলের শূন্যতা পূরণে তাকে প্রার্থী করেন আত্বীয় স্বজন। তিনি প্রচারনা শুরু করেন পৌর এলাকা ঘরে ঘরে। তার একক ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে সবার নজর কাড়েন। তিনি বলেন আমি সবদলের সবমতের কথা বলতে চাই। আর বর্তমান রাজনীতির অপপ্রচার মিথ্যাচারে জড়াতে চাই না। তাই তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনে প্রতীক হিসাবে পান পানির জগ। তার শ্লোগান অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আর জনগনের তৃষ্ণা নিবারন করতেই তার এই প্রতীক। তিনি প্রচারণায় সবার কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেন। ফলে এখন নবীগঞ্জে পৌর নির্বাচনে আওয়ামীলীগ অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী ও বিএনপির প্রার্থীর ছাবির আহমদ চৌধুরীর এখন গলার কাটায় পরিণত হয়েছেন। নৌকা আর ধানের শীষের সাথে সমান তালে লড়াই করে যাচ্ছেন। প্রচারণায় শীর্ষ দুই দলের দুই প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন । নৌকা আর ধানের শীষের সাথে ত্রি-মূখী লড়াই হবে লন্ডন প্রবাসী জাহাঙ্গীর রানার। তিনি নৌকা ও ধানের শীষের ভোট প্রতিদিন কাটছেন। এখন সবার মধ্যে আলোচনা জগ মার্কার প্রার্থী চমক সৃষ্টি করেছেন। এমন হতে পারে জগ মার্কা শেষ পর্যন্ত দ্বি-মূখি লড়াইয়ে অবর্তীন হবার সম্ভাবনা রয়েছে। নৌকা আর ধানের শীষের প্রার্থীর জাহাঙ্গীর রানাকে হিসাবে রেখে প্রচারণা করে যাচ্ছেন। নবীগঞ্জ পৌর এলাকার সচেতন মহলের ধারনা রাজনৈতিক নির্বাচনে যদি জাহাঙ্গীর রানা নিজের অবস্থান ধরে রাখতে পারেন তাহলে শেষ ফলাফলে চমক থাকতে পারে। আবার রাজনীতির বাহুর চাপে ছিটকে পড়তে পারেন। তাই তাকে সাবধানে প্রচারণা করে নিজের অবস্থান ধরে রাখতে হবে।


     এই বিভাগের আরো খবর