,

আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবিগঞ্জের ইজতেমা ময়দান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর সুলতান মামদপুর এলাকায় ৩ দিনব্যাপী ইজতেমা গতকাল শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। আখেরী মোনাজাতে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে ইজতেমা ময়দান। এতে সকাল থেকে জেলার আশপাশ এলাকাগুলো থেকে আসতে থাকে হাজার হাজার মুসল্লি। পরে দুপুর ১২টায় আখেরাী মোনাজাতে অংশ নেয় প্রায় লাখো মুসল্লি। এর অগে গত শুক্রবার জেলার ইতিহাসে সর্ববৃহৎ জুম্মার জামাত অনুষ্ঠিত হয় ইজতেমা মাঠে। ইজতেমা মাঠে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের ক্যাম্প সার্বক্ষনিক নিয়োজিত ছিল। পুলিশ সুষ্ঠ ও সুন্দর ভাবে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেছে। ইজতেমায় আগত মুসল্লিরা পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির আসকার করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে উলামায়ে কেরামগণ এসে ইজতেমার মঞ্চে বক্তৃতা করছেন। গতকাল শনিবার আখেরী মোনাজাত করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মুসল্লিদের আল্লাহু আকবার ধ্বনীতে মুখরিত হয় পুরো ইজমেতা ময়দান। পরে দেশ ও জাতির কল্যানে জন্য বিশেষ দোয়া করা হয়।


     এই বিভাগের আরো খবর