,

হবিগঞ্জের ছিনতাইকারী কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে ৩ যুবক- ছিনতাইকারীর বাড়ি ঘেরাও করে গ্রামবাসীর বিক্ষোভ প্রদর্শন

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের উমেদ শাহ (র) এর মাজারের বার্ষিক ওরস থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে তিন যুবক। প্রতিবাদে গ্রামবাসী ছিনতাইকারীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। গত রবিবার গভীররাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় আহত তিন যুবক হল, তেঘরিয়া গ্রামের আলামিন (২০), রুবেল (২২) ও জসিম (২৩)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আলামিনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা জানায়, মাজারের ওরস শেষে বাড়ি ফেরার পথে খোয়াই নদীর বাঁধের উপর পৌছামাত্র ছিনতাইকারী চক্রের মুল হোতা আজহারুলের নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একদল ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ সময় বাঁধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর তেঘরিয়া গ্রামে পৌছলে ওই গ্রামের লোকজন বিক্ষুব্দ হয়ে উঠে এবং আজহারুলের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।


     এই বিভাগের আরো খবর