,

ঐতিহ্যবাহী কীর্তিনারায়ন কলেজের ভাল ফলাফল অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক বলেছেন, নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কীর্তিনারায়ন কলেজের ভাল ফলাফল অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত। ভাল ফলাফল অর্জনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তিনি গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কীর্তিনারায়ন কলেজে মানণীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এবং শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বনমালী ভৌমিককে সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও কলেজের প্রতিষ্ঠাতা মেজর (অব) সুরঞ্জন দাশ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম চৌধুরী, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ মেহের আলী মালদার, ১নং ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশ, মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিউর রহমান মুফতি, কীর্তিনারায়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আক্তার হোসেন টিটু, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি এম.এ বাছিত, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া কামড়াখাই-জয়নগর দাখিল মাদ্রাসা, কাজির বাজার দাখিল মাদ্রাসা, বিবিয়ানা উচ্চ বিদ্যালয়, মতিউর রহমান উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নারায়ন দাশ, প্রতিষ্ঠাতা সদস্য সুষেন দাশ তালুকদার, রমজান আলী মেম্বার, জালাল উদ্দিন মেম্বার,আব্দুল কাদির মাষ্টার, মধূ ভট্রাচার্য্য প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত হলেও দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান দেরিতে শেষ হওয়ায় সময় স্বল্পতার কারনে অনুষ্ঠানে যেতে না পারায় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক দুঃখ প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর