,

হবিগঞ্জে বিআরটিএর ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএর ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শেষদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের ডাঃ মুখলেসুর রহমান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর সাদ্যত হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। সভাপতিত্ব করেন বিআরটিএর সহকারি পরিচালক হাবিবুর রহমান। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ওই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র শাহা তানজীম। প্রশিক্ষণে শতাধিক চালক অংশগ্রহণ করেন। এসময় বক্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দিক নির্দেশনা প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর