,

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের স্থাপনা উচ্ছেদ নতুন ব্রীজ গোল চত্তর সহ ঢাকা-সিলেট মহা সড়কের উভয় পাশের্^ ৫ শতাধিক দোকানপাট অপসারন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্থাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জে ও নবীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে ও হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল-শায়েস্থাগঞ্জকে যানজট মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়ক ও জনপথ রাস্তার উভয় পাশের্^ অপরিকল্পিতভাবে রাজনৈতিক প্রভাবশালীদের গড়ে উঠা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল-কলিমনগর, রতনপুর, পাইকপাড়া, শায়েস্তাগঞ্জ পুরান বাজার ব্রীজের বটগাছ তলা হতে চৌধুরী পেট্রোল পাম্প পর্যন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্তর এলাকায় উভয় পাশের্^ রাস্তায় অপরিকল্পিত ভাবে রাজনৈতিক প্রভাবশালী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন গড়ে উঠা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে উচ্ছেদের সময় এসব এলাকার প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছিল। এসব অবৈধ দোকান পাট হওয়ার ফলে যানবাহন চলাচলে বিঘœ, দুর্ঘটনা যাত্রী বা পথচারীদের চলাচলে নানা সমস্যা সহ ঐ এলাকা গুলো সৌর্ন্দয্য নষ্ট করে দিচ্ছে। উচ্ছেদকৃত ব্যক্তিরা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে আবার ঐস্থানে অবৈধ স্থাপনা গড়ে উঠবে বলে মন্তব্য করেন দখলকৃত ব্যক্তিরা। আগামী কাল শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থান সহ জেলার অন্যান্য স্থানে উচ্ছেদ অভিযান চলবে। গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ রুকুনুজ্জামান শায়েস্তাগঞ্জ সওজ উপবিভাগীয় প্রকৌশলী মো: আবুল ফজল, বাহুবল উপজেলা সওজ সহকারী প্রকৌশলী (আ:দা:) গোলাম মোস্তফা শাহা আলম শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে থানা, হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ও পেশকার মো: ফয়েজ উদ্দিন।


     এই বিভাগের আরো খবর