,

নবীগঞ্জের পশ্চিম তিমিরপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী- প্রতি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিতে সরকার কাজ করে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপরে এমপি কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। যার ফলে ওই গ্রামের প্রায় ৩১৫ টি পরিবার বিদ্যুতের আওতায় এলো। বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে ওই গ্রামে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী এর সভাপতিত্বে ও ৮নং ইউপি যুবলীগের আহবায়ক শেখ নুর উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীবিদ্যুতের নবীগঞ্জ জোনের ডিজিএম বজন কুমার বর্মন, ৮নং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, বশির আহমেদ চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিম, ইউপি মেম্বার এনাম উদ্দিন, ইউপি সদস্য সাহেলা বেগম। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হারুন মিয়া তালুকদার, প্রভাষক জন্টু চন্দ্র রায়, মোঃ স্বরাজ মিয়া, নিতেশ রায়, সনদ সূত্রধর, আব্দুল আলী, হাবির মিয়া তালুকদার, প্রীতি সূত্রধর, যুবলীগ নেতা নুরুজ্জামান তালুকদার, যুবলীগ নেতা শেখ মোঃ জামাল উদ্দিন, দিমান রায়, কাজী মতক্কির মিয়া, কুরুশ মিয়া, ইসলাম খা, কৃপেশ সূত্রধর, অঞ্জন পুরকায়স্থ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পশ্চিম তিমিরপুর জামে মসজিদের ইমাম ও গীতাপাঠ করেন নয়নমনি রায়। এমপি কেয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন শৈলি রায়, নদী রায়, নিশান রায়, সুরঞ্জন সূত্রধর, দিলীপ সূত্রধর। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিতে আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ এ গ্রামের প্রায় ৩১৫টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। পরবর্তীতে এ গ্রামের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আমার সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর