,

শেভরন বাংলাদেশের সহায়তায় সস্তিপুর ক্লিনিকের ল্যাব কার্যক্রম উদ্বোধন

সময় ডেস্ক ॥ শেভরন বিবিয়ানা গ্যাসপ্ল্যান্ট ম্যানেজার কমিউনিটি এনগেজমেন্ট মলয় কুমার সরকার ও দীঘলবাক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সালিক মিয়া আনুষ্ঠানিকভাবে ল্যাব কাযক্রম উদ্বোধন করেন। এসময় ক্লিনিক এডভাজরী কমিটির সদস্যবৃন্দ, এসএসকেএস প্রজেক্ট ম্যানেজার, ক্লিনিকের স্বাস্থ্যকর্মীবৃন্দ, উপকাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিক এডভাজরী কমিটির সদস্য সুজাত চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেভরন পিসিএন সুপারভাইজার মোঃ খোরশেদ আলম; স্বাস্থ্য বিশেষজ্ঞ আহসান হাবিব, সিনিয়র সমন্বয়কারী মুরাদ আহমেদ, ইমাম হাসান আকন ও আব্দুল লতিফ। দীঘলবাক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ক্লিনিক এডভাজরী কমিটির সভাপতি সালিক মিয়া ক্লিনিকে ল্যাব কাযক্রমে সহায়তা প্রদানের জন্য শেভরন বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি করিমপুর ক্লিনিকে একই ধরণের কাযক্রম চালুর অনুরোধ জানান। ম্যানেজার কমিউনিটি এনগেজমেন্ট মলয় কুমার সরকার ল্যাবে যন্ত্রপাতি হস্তান্তরের পর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর