,

আওয়ামীলীগ ক্ষমতায় আসলে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকার উন্নয়ন হয় ॥ ……….এমপি মজিদ খান

স্টাফ রির্পোটার ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের রাঙ্গাহাটি, মথুরাপুর, ছোট উজিরপুর ও রুপসপুর গ্রামে ৬০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুতায়ন এবং রুপসপুর কাটাখাল সেতু ও লামা উজিরপুরে ৫০ লাখ টাকা ব্যয়ে দুটি সেতুর উদ্বোধন করেছেন এমপি আব্দুল মজিদ খান। এ উপলক্ষে গতকাল দুপুরে মথুরাপুর লামা বাজার মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন আমির আলী। পরে এলাকাবাসীর পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আয়কর কর্মকর্তা নজির আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক তানসেন আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুত এর ডিজিএম বজন কুমার ভর্মন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্য জাহির উদ্দিন।
অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, শাহ শত্তকত আরেফিন সেলিম, শচীন্দ্র ডিগ্রী কলেজের প্রভাষক লতিফ হোসেন, ডঃ নূর মিয়া, লিয়াকত আলী খান, এনামূল হক চৌধুরী, হাফিজুর রহমান, ইয়াকুত মিয়া, ফারুক প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসরি জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রাম বাংলার উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকার উন্নয়ন হয়। মানুষের মধ্যে সঞ্চার হয় আশার আলো। আর এর বাস্তব প্রমাণ আজকের এই ৪ গ্রামে বিদ্যুাৎ ও সেতুর উদ্বোধন।


     এই বিভাগের আরো খবর