,

ঢাকায়-দিগন্ত পরিবহণে হবিগঞ্জের যুবকের লাশ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকার সায়দাবাদ এলাকায় হবিগঞ্জের দিগন্ত বাসে একরামুল হক (৩০) নামের এক যুবকের লাশ পাওয়া গেছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সে মাধবপুর উপজেলার শাহজীবাজার ফতেহপুর গ্রামের রুস্তম আলীর পুত্র ও শহরের খাজাঁ গার্ডেন সিটির কিক টেলিকমের মালিক বলে জানা গেছে। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে হবিগঞ্জ থেকে দিগন্ত পরিবহণের বাস নং (ঢাকা মেট্রো-ব-১৪-৩৪৭২) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একরামুল ওই বাসের ১২ নম্বর সিটের যাত্রী ছিল। দুপুর ১২টার দিকে ঢাকার সায়দাবাদ গিয়ে পৌছলে বাসের সুপারভাইজার সাজন ইসলাম তাকে নামার জন্য ডাকাডাকি করে। কোন সাড়া শব্দ না পাওয়ায় একরামুলের শরীর স্পর্শ করলে সে পড়ে যায়। তখন তারা নিশ্চিত হন ওই ব্যক্তি মারা গেছে। বিষয়টি দিগন্ত বাসের পরিচালক মিয়া মোহাম্মদ ইলিয়াছকে জানালে তিনি তাকে না নামিয়ে বাসটি হবিগঞ্জে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেন। বিকাল ৫টার দিকে বাসটি হবিগঞ্জ সদর থানার সামনে এসে পৌছলে এসআই কৌশিক তালুকদার লাশটি গাড়ি থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পুলিশ জানায়, কিভাবে মৃত্যু হয়েছে এ মুর্হুতে বলা যাচ্ছে না। তবে লাশের পকেট থেকে ৩৪ হাজার ৪শ টাকা ও একটি মোবাইল পাওয়া গেছে। সন্ধ্যায় মৃত একরামুলের দ্বিতীয় স্ত্রী পুলিশের জব্দকৃত মোবাইলের সীম খোলে নিতে চাইলে পুলিশ দেয়নি। এসআই কৌশিক জানান, কোন অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে। তবে মৃত্যুর কারণ জানতে চাইলে ময়নাতদন্ত করতে হবে।


     এই বিভাগের আরো খবর