,

নবীগঞ্জে চুরির মামলায় ১ সপ্তাহ কারাভোগের পর সনজব জামিনে

সংবাদদাতা ॥ চুরি, মারপিট করে ক্ষতি সাধন ও হত্যার হুমকির অপরাধ মামলায় ৭দিন কারাভোগের পর অস্থায়ী জামিনে মুক্তি পেয়েছে রবিউল ইসলাম সনজব (৩৫) নামের এক ব্যক্তি। সে সিলেট জেলার ওসমানীনগর থানার ইব্রাহিমপুর (গজিয়া) গ্রামের বশির মিয়ার পুত্র। উল্লেখ্য, গত ১৩/০১/১৬ ইং তারিখ রাত অনুমান ২ টায় ওসমানীনগর থানার ইব্রাহিমপুর (গজিয়া) গ্রামের হাজী ছমরু মিয়ার পুত্র আপ্তাব উদ্দিন, ছাইম উদ্দিন ও রবিউল ইসলাম সনজব সহ ৭/৮ জনের একদল লোক নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের মৃত আরপান উল্লা কন্যা মোছাঃ খুদেজা বেগমের বাড়ীতে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তারা খুদেজা বেগমকে মারপিট করে ষ্টীলের আলমিরার লক ভেঙ্গে ১লক্ষ ৮৫ হাজার টাকা ও প্রায় ৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় খুদেজা বেগমের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এঘটনায় মোছাঃ খুদেজা বেগমের বড় ভাই মাওলানা আঃ সহিদ বাদী হয়ে গত ১৭/০১/২০১৬ ইং তারিখে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীরা কৌশলে জামিনের জন্য বিজ্ঞ আদালতে উপস্থিত হলে বিজ্ঞ আদালত আপ্তাব উদ্দিন ও ছাইম উদ্দিনের অস্থায়ী জামিন মঞ্জুর করেন এবং রবিউল ইসলাম সনজবের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এক সপ্তাহ কারাভোগের বহু অপকর্মের হুতা সনজব গতকাল অস্থায়ী জামিনে মুক্তি পায়।


     এই বিভাগের আরো খবর