,

নবীগঞ্জে মিথ্যা মামলায় ক্ষোভ সাংবাদিক নেতার মুক্তি দাবি

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে মিথ্যা ও হয়রানী মূলক মামলায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠুর মুক্তি দাবি করেছেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। গত বুধবার বসতগৃহে অগ্নিকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পনের পর বিজ্ঞ বিচারক জামিন না’মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। সাজানো মামলায় হয়রানির প্রতিবাদে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে শহরের রাজাবাদ এলাকার নদীর তীরে অবস্থিত রাজনগর গ্রামের লুদন মিয়ার বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এনিয়ে লুদন মিয়ার স্ত্রী আলেয়া বেগম নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে নবীগঞ্জ থানার পুলিশ আসামীদের অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। বাদী এর বিরুদ্ধে নারাজী দেন। সিআইডি পুলিশ সাংবাদিক আনোয়ার হোসেন মিটুসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেন। গত বুধবার অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ১ জনের জামিন মঞ্জুর করে ৩ জনকে কারাগারে প্রেরণ করেন। ওদিকে, বিশেষ একটি মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও সাংবাদিক নেতা আনোয়ার হোসেন মিঠুর মুক্তির দাবি করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সংবাদপত্রে দেয়া বিবৃতি নিঃশর্ত মুক্তির দাবি করেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, সাধারন সম্পাদক এম এ বাছিত, দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভপাতি মোঃ তোফাজ্জল ইসলাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পী, বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শাহ সুলতান, অনলাইন দৈনিক আমাদের নবীগঞ্জ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, নয়াদিগন্ত প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক জনতা প্রতিনিধি শাহ মিজান, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান, নিউজ টুডে প্রতিনিধি জায়েদ চৌধুরী, দৈনিক সমাচার প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান তছনু, মানব কণ্ঠ প্রতিনিধি মুহিবুর রহমান, সাংবাদিক রুমেল হোসেন, শামিনুর রহমান তালুকদার, জহিরুল ইসলাম জুনাক প্রমূখ।


     এই বিভাগের আরো খবর