,

অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ গতকাল ৭নং করগাঁও ইউনিয়নের ১৬টি প্রাধমিক বিদ্যালয়ের ২০১৫ সালের পি.এস.সি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মোট ৫০ জনকে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান করা হয়। অ+ প্রাপ্ত ৫জন ও অ গ্রেট প্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পুরষ্কার বিরতণ করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যার নামে এই ফাউন্ডেশন গড়ে উঠে বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী শেখ মফিজ উদ্দিন এর সুযোগ্য সন্তান শিল্প উদ্দ্যেগতা ইনভেষ্ট ব্যাংকার, এফসিসিএ, এমবিবিএ, আলহাজ্ব শেখ মহি উদ্দিন আহমেদ জাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ নেওয়াজ ফরিদ গাজীর সুযোগ্য সন্তান শাহ নেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, ৭নং করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু দাশ রানা, পারলেক্স নবীগঞ্জ শাখার আঞ্চলিক পরিচালক নোমান আহমেদ চৌধুরী, কোঃ অর্ডিনেটর সাইদুল হাসান চৌধুরী মিজান। অনুষ্ঠান পরিচালনা করেন তোফায়েল আহমেদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বী আলহাজ্ব আঃ আহাদ চৌধুরী (লন্ডন প্রবাসী), তাহির মিয়া, হারুনুর রশিদ, আব্দুল হক, হাবিজ মিয়া, মোঃ জামাল চৌধুরী, আব্দু রুফ, শেখ রহিম উদ্দিন, জাকির হোসেন চৌধুরী , এহিয়া, দিলু মিয়া, দিলাল মিয়া, এম.কে হুমায়ূন কবির মুরাদ, আঃ মুহিত প্রমূখ। অলিমা মফিজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মাহি উদ্দিন আহমেদ জাহেদ বলেন আমাদের সুশিক্ষায় দ্রুত অগ্রসর হতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষা দিতে হবে এবং প্রত্যেক অভিভাবককে শিক্ষার প্রতি সচেতন হতে হবে এবং তিনি আরো বলেন যে শিক্ষা প্রদানের যত ধরণের সাহায্য সহযোগীতা দরকার এতে তিনি সর্বদা নিয়জিত থাকবেন। প্রদান অতিথি শাহ নেওয়াজ মিলাদ গাজী তার বক্তব্যের শুরুতে অলিমা মফিজ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা শেখ মুহিউদ্দিন আহমেদ জাহেদ কে আন্তরিক অভিন্দন ও মোবারকবাদ জানান এবং তিনি অলিমা মফিজ ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে সফল ও স্বার্থক করার জন্য তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি আলমগীর চৌধুরী তার বক্তব্যে তার গ্রামের কৃতি সন্তান অলিমা মফিজ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা শেখ মুহিউদ্দিন আহমেদ জাহেদ কে এধরণের সামাজিক কর্মকান্ডে সব ধরণের সহযোগিতা ও অলিমা মফিজ ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা শেখ মুহি উদ্দিন আহমেদ জাহেদ এর মত সমাজের বৃত্তবানদের এধরনের সামাজিক কর্মকান্ডে আর অগ্রসর হওয়ার ও শেখ মহি উদ্দিন আহমেদ জায়েদের পথ অনুসরন করার আহবান জানান। অলিমা মফিজ ফাউন্ডেশনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন পারলেক্স প্রধান নির্বাহী পরিচালক মিনহাজ সামাদ চৌধুরী। তিনি তার বক্তব্যে অলিমা মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মহি উদ্দিন আহমেদ জাহেদ এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং শিক্ষা খাতে এধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং পারলেক্স নবীগঞ্জ শাখা অলিমা মফিজ ফাউন্ডেশনের সকল সামাজিক কর্মকান্ডকে সফল ও স্বার্থক করার জন্য সব ধরণের সহযোগিতা করে যাবে। অনুষ্টানে উপস্থিত শিক্ষক ও শিক্ষিকা তাদের বক্তব্যের মাধ্যেমে সুশিক্ষায় সবার সন্তান কে সুশিক্ষিত করার আহবান জানান। তারা বলেন শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি।


     এই বিভাগের আরো খবর