,

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পরিত্যক্ত বগিগুলো অপরাধীদের অভয়ারন্য

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পরিত্যক্ত রেলওয়ে বগিগুলো অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আইন শৃংখলা বাহিনীর নজরদারীর অভাবে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জংশনে আসা ঢাকা-সিলেট ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে প্রায়ই টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। প্রতিদিন সন্ধ্যার পর এসব বগিগুলোতে মদ, গাঁজা, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সহায়তায় দীর্ঘদিন ধরে রেলের বগিগুলো দখল করে নিয়েছে কতিপয় ভাসমান লোক। তারা সেখানে বসবাসের নামে এসব অপকর্ম করে বেড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব বগি দখল করে মদ, গাঁজা ও জুয়ার আসর বসানো হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন প্রায়ই তারা ট্রেন থেকে নামার পর দুর্বৃত্তরা ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এমনকি অন্ধকার থাকার সুযোগে কোন কোন যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা সর্বস্ব লুট করে নেয়।


     এই বিভাগের আরো খবর