,

দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেতে চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ এর তৃণমূল নেতৃবৃন্দের প্রতি জোর দাবী

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীতা চুড়ান্ত হয়নি। আগামী ২১শে ফেব্র“য়ারী তৃণমূল নেতৃবৃন্দের সিদ্ধান্তে কে হবেন ক্ষমতাশীন দলের প্রার্থী…? উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফারুক আহমদ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে তৃণমূল নেতবৃন্দের প্রতি জোর দাবী জানিয়েছেন। দলীয় প্রতীকে ইউপি নিবার্চনকে ঘিরে তার নেতৃত্বে সরগরম হয়ে উঠেছে দীঘলবাক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও প্রত্যান্ত অঞ্চল। সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দলীয় নেতাকর্মী ও সর্বস্থরের লোকজনের সাথে কুশল বিনিময়, মত বিনিময় ও গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন জোড়ালো ভাবে। তিনি তার গণ সংযোগে ও দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষনিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান সহ মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ নির্বাচনকে ঘিরে ইউপি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৯জন। এর মধ্যে গতকাল শনিবার সকাল ১০টায় দীঘলবাক ইউনিয়নের সাইনবোর্ড নামক স্থানে ইউপি আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় ৪জন প্রার্থীতা প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাশী রয়েছেন আরো ৫জন। ইউপি আওয়ামীলীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী গোলাম হোসেনের সভাপতিত্বে ও মনোনয়ন প্রত্যাশী সাধারণ সম্পাদক সুজাত চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী আবু সাইদ এওলা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবু সালেহ জীবন, আওয়ামীলীগ নেতা জিতু মিয়া, কৃষকলীগ নেতা ফজলুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ছালিক মিয়া, ছাত্রলীগ নেতা শাহ জাহান সাজু প্রমূখ। প্রার্থীতা প্রত্যাহার করেন কৃষকলীগ নেতা ফজলুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ছালিক মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, হাবিবুর রহমান লেপাছ। মত বিনিময় সভায় সিদ্ধান্ত গৃহিত হয় আগামী ২১শে ফেব্র“য়ারী রবিবার ইউপি আওয়ামীলীগের ৩০জন, যুবলীগের ৫জন, ছাত্রলীগের ৫জন ও কৃষকলীগের ৫জনের সমন্বয়ে উক্ত তারিখে আওয়ামীলীগের দলীয় প্রার্থী চুড়ান্ত ঘোষনা করা হবে। গতকালের মত বিনিময় সভায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর