,

চুরি-ডাকাতি দমনে নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযান ॥ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ গত দু’দিন ধরে নবীগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জন চোর ও ১ জনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত কয়েকদিন যাবত শহরতলীর বিভিন্ন স্থানে ছোটখাটো চুরি সংঘটিত হচ্ছে। ফলে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খান এর নির্দেশনায় এসআই সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায়। এতে রাজনগর গ্রামের মহসিন মিয়া (৩০), নোয়াপাড়া গ্রামের আলী হোসেন (৩২) এবং সন্দেহজনক কারনে একই গ্রামের আব্দুল হামিদ (২৮)কে গ্রেফতার করা হয়। তাদেরকে গত সোমবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুলিশ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিন উপজেলার সর্বত্র মাদক, জুয়া ও সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। ফলে উপজেলায় মাদক, জুয়া ও সমাজ বিরোধী কর্মকান্ড অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে। এরপরও উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে চুরি। উপজেলা আইনশৃংখলা মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়। এরপর থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন দাগী চোর, ডাকাত, মাদক সেবী, বিক্রেতা ও জুয়ারীদের তালিকা তৈরী করে সাড়াশি অভিযানে নামেন। প্রথম দিনের অভিযানে উল্লেখিত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর