,

নবীগঞ্জে ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির অবহিতকরণ কর্মশালা

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করণ প্রকল্পের” প্রকল্প বিষয়ক অবহিতকরণ এক কর্মশালা ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির (এনএনপিসি) সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হবিগঞ্জে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নেতৃত্বে, ব্র্যাকের সহযোগিতায়, কইকার অর্থায়নে, ইউএনডিপি এর কারিগরী সহযোগিতায় উক্ত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। নবীগঞ্জ উপজেলার ০৭ টি ইউনিয়নের চেয়ারম্যান সদস্য ইউনিয়ন নরী নির্যাতন প্রতিরোধ কমিটির (এনএনপিসি)” মোট ৪২ জন সদস্য উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন- ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, ছাইম উদ্দিন, মো: আব্দুল বাতেন, সমর চন্দ্র দাশ। উল্লেখ্য, যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার জোরদার করণ প্রকল্পে নির্যাতিত নারীদের তথ্য জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউডিসি ও ব্র্যাক কর্মীর মাধ্যমে অনলাইনে রেজিষ্ট্রেশন করে তাদের চিকিৎসা, স্বাস্থ্য ও আইনগত সেবা ও সহযোগিতা নিশ্চিত করনের জন্য প্রকল্পটি সাতক্ষীরা জেলাতে কাজ করছে। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লহ সরকারের এই কর্মসুচি বাস্তবায়নের জন্য সকল সদস্যদের আন্তরিকভাবে কাজ করার আহব্বান জানান এবং সকল ইউপি সচিবদেরকে আগামী ২৫ ফেব্র“য়ারি/২০১৬ তারিখের মধ্যে কমিটি গঠন করে পাঠাতে নির্দেশ দেন এবং চেয়ারম্যানদেরকে বলেন প্রতিমাসে এই কমিটির নিয়মিত সভা করে তার সামারী রিপোর্ট ইউএনও অফিসে প্রেরণ করার জন্য। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকলের কাছে সহযোগিতা কামনা করে এই কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর